ই-বাই সোর্সিং (Eibbuy Sourcing) ব্যবহার করে চায়না আলিবাবা থেকে ঝামেলা ছাড়া কোন পণ্য ক্রয় করুন

Product Details

আপনি যদি আলিবাবা থেকে পণ্য ক্রয় করতে চান তাহলে দুইটা পদ্ধতি অবলম্ভন করতে পারেন। আপনি নিজে সাপ্লায়ারের সাথে কথা বলে ডোর টু ডোর আমদানি করতে পারেন অথবা আমাদের আমদানি সার্ভিস নিয়ে আপনি আমদানি করতে পারবেন। কিভাবে ডোর টু ডোর আমদানি করতে হবে সেটা নিয়ে আমাদের ভিডিও আছে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে কিভাবে আলিবাবা থেকে পণ্য আমদানি করতে হয় এসব নিয়ে।

এসব ভিডিও দেখে আপনি নিজেই ডোর টু ডোর আমদানি করতে পারবেন। কিন্তু আলিবাবাতে প্রচুর ফেক সাপ্লায়ার বা দাম নিয়ে ঝামেলা থাকে বিধায় আপনি সরাসরি আলিবাবা থেকে আমদানি করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়।  আলিবাবার সাথে আমরা আছি প্রায় ১০ বছর ধরে। আপনাদের জন্য আমরা আলিবাবা থেকে কিভাবে অর্ডার করে পণ্য আমদানি করবেন সেটা নিয়ে অনেক ভিডিও করেছি। আমাদের ওয়েবসাইটে অনেক পোস্টে আমরা অনেক লেখেছি।

এর পরও যারা আলিবাবা থেকে আমাদের দিয়ে ক্ষুদ্র বা বড় পরিমাণে আমদানি করতে চান তাদের জন্য আমাদের একটা প্রিমিয়াম সার্ভিস চালু করেছি। যেটা হলো ই-বাই সোর্সিং (Eibbuy Sourcing)

আমাদের সার্ভিস ব্যবহার করে আপনি কেবল পণ্যের নাম দিবেন বা আলিবাবা খোজ করে আপনার পণ্যের লিংক দিবেন আমরা পণ্য আমদানি করে দেয়ার ব্যবস্থা করে দিবো।

কিভাবে আমাদের সার্ভিস নিবেন ?

প্রথমে আপনি alibaba.com এ গিয়ে আপনার কাঙ্ক্ষিত পণ্য খুঁজে বের করুন। এর পর আপনি আমাদের সেই লিংক মেসেজ করুন। এর আগে আপনি ভালো করে পণ্য যাচাই বাচাই করে নিবেন। পণ্যটি ঠিক আপনার চাহিদাকৃত পণ্য কিনা? আপনি মাত্র দুইটা পণ্যের লিংক দিতে পারবেন। দুইটা লিংকে আমরা কথা বলে যে কোন একটা লিংক থেকে পণ্য আমদানি করে দিবো।

প্রিমিয়াম সার্ভিস চার্জ কত ?

একটি মাত্র পণ্য ১০০ ডলারের কমে যে কোন পরিমাণ আমদানি করতে আপানকে ১০ ডলার ফি প্রদান করতে হবে। ১০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত ১০% ফি দিতে হবে। আর এর বেশী যাই হোক ৫% ফি দিতে হবে।

যদি DHL, FedEx, TNT, UPS ইত্যাদি কুরিয়ারে দ্রুত আমদানি করতে চান তবে কুরিয়ার চার্জ এবং সরকারি ট্যাক্স কাস্টমার বহন করতে হবে । এছাড়া ডোর টু ডোর আমদানি করলেও ১-১০ কেজি হলে প্রতি কেজিতে ১০০০ টাকা চার্জ দিতে হবে। এর পরবর্তী প্রতি কেজি বর্তমান রেগুলার রেট জানিয়ে দেয়া হবে। এই  ডোর টু ডোর চার্জ কাস্টমার বহন করবে।এলসি করার প্রয়োজন হলে এলসি ফি কাস্টমার বহন করবে।

প্রিমিয়াম সার্ভিস চার্জ কখন পরিশোধ করবেন ? 

সার্ভিস নেয়ার আগে আমাদের ই-বাই ক্যাশ ওয়ালেট ব্যবহার করে ১০ ডলার সমপরিমান টাকা (৮৬০ টাকা) জমা করে , অথবা আমাদের ফেসবুক নক করেও জমা করতে পারবেন। এর পর আমাদের প্রতিনিধি আপানদের সাথে যোগাযোগ করে পণ্য আমদানি করার ব্যবস্থা করে দিবে। 

আমাদের কে সরাসরি ফেসবুকে নক করতে এখানে ক্লিক করুন। 

কিছু জিজ্ঞাস

১। পণ্যের টোটাল দাম নিয়ে একটু ধারনা দেয়া যাবে ?

পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হয় সেটা নিয়ে আমদের চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন। যদি আপনি ফাইনাল ধারনা নিতে চান তবে ১০ ডলার ফি দিয়ে মেসেজ করবেন।

২।কত দিন পর পণ্য হাতে পাবো ?

আপনার সাপ্লায়ারের সাথে কথা বলে যত দিন সময় লাগে।যদি দ্রুও চান তবে DHL, FedEx, TNT, UPS ইত্যাদি কুরিয়ারে দ্রুত আমদানি করতে পারবেন। সে ক্ষেত্রে ট্যাক্স আর কুরিয়ার ফি আপনাকেই পরিশোধ করতে হবে। ট্যাক্স কত আসবে সেটা পরে বলা যাবে। আর ভাড়া কেজি প্রতি ৩০০০-৪০০০ টাকা। 

৩।যদি পণ্য না আমদানি করি ফি কি ফেরত পাবো?

না। আপানকে ফি পরিশোধের আগে ভালো করে চিন্তা করে নিতে হবে। যদি না আমদানি করেন তবে আজথা সময় নষ্ট করবেন না। 

৪। একবার ফি দিলে আমি সরবচ্ছো কয়টা পণ্যের লিংক দিতে পারবো ?

মাত্র একটা পণ্যের যে কোন দুইটা লিংক। 

৫। মালের দাম কখন পরিশোধ করবো ?

মাল সিপমেন্ট হবার আগেই  মালের দাম পরিশোধ করতে হবে। ডোর টু ডোর আমদানি করলে ভাড়া পরে পরিশোধ করলেও হবে। 

৬। যদি পণ্য দুই নাম্বার বা সঠিক না হয় ?

এজন্য লিংক সিলেক্ট কররা আগে মিনিমাম ৫ বছরের গোল্ড সাপ্লায়ার আর চাইনিজ কোম্পানি আগেই দেখে নিবেন। প্রয়োজনে ওদের সাথে কথা বলেও নিতে পারেন। লিংক দেয়ার পর আমাদের যদি মনে হয় তারা ফ্রড হবে তবে আপনাকে আমরা বলে দিবো।

ই-বাই সোর্সিং (Eibbuy Sourcing) ব্যবহার করে চায়না আলিবাবা থেকে ঝামেলা ছাড়া কোন পণ্য ক্রয় করুন

💎 Premium Price Range

10 - 5

0 items in stock
Minimum Order
1

Supplier Information

Double s corporation

4.8 (256 reviews) 150+ Products Joined 2020

Premium quality products with excellent customer service. Trusted by thousands of customers worldwide.

Verified Supplier
Fast Shipping
Quality Guaranteed
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By eibbuy.com react js next js